Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
আঞ্চলিক কৃষি গবেষণা কুমিল্লা কর্তৃক লেবুর নতুন জাত উদ্ভাবিত।
বিস্তারিত

‘‘আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র কুমিল্লাকে আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে উন্নীতকরণ’’ শীর্ষক প্রকল্পের অর্থায়নে গত এপ্রিল/২০২২ খ্রিস্টাব্দে বারি লেবু-৬ নামে লেবুর একটি নতুন জাত নিবন্ধিত হয়েছে। জাতটির নিবন্ধনে গবেষণা সম্পর্কিত সার্বিক কাজ আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, কুমিল্লা কর্তৃক  সম্পাদিত হয়েছে। জাতটি উদ্ভাবনের সাথে সম্পৃক্ত বিজ্ঞানীগণ হলেন ড. মোঃ উবায়দু্ল্লাহ কায়ছার, পিএসও, ড. মোঃ আইয়ুব হোসেন খান, এসও, ড. মোঃ আলমগীর সিদ্দিকী,  পিএসও, মহিবুর রহমান, এসও, ড. মোঃ হাবিবুর রহমান, পিএসও, শামীমা সুলতানা, এসও, এবং ড. মোঃ মুক্তার হোসেন ভূঞা, এসএসও, আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, বিএআরআই, কুমিল্লা। উদ্ভাবিত জাতটি উচ্চ ফলনশীল এবং সুঘ্রাণযুক্ত। এতে রসের পরিমান খুব বেশি এবং পাঁচ বছর বয়সী একটি গাছ থেকে গড়ে সারা বছরে ৩২০টি ফল সংগ্রহ করা যায়।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
05/07/2022
আর্কাইভ তারিখ
31/10/2030