Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
কুমিল্লায় বারির আঞ্চলিক গবেষণা-সম্প্রসারণ পর্যালোচনা ও কর্মসূচী প্রণয়ন কর্মশালা-২০২৩ অনুষ্ঠিত
বিস্তারিত

কুমিল্লা অঞ্চলের কৃষির উৎকর্ষতা সাধনে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণের অংশ হিসেবে গত ১৫ মে দুইদিন ব্যাপী  “আঞ্চলিক গবেষণা-সম্প্রসারণ পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা-২০২৩" উপ-পরিচালকের কার্যালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুমিল্লা এর প্রশিক্ষণ হল রুমে অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালক ড. দেবাশীষ সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. গোবিন্দ চন্দ্র বিশ্বাস, পরিচালক, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বারি, গাজীপুর। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ড. মোহিত কুমার দে, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুমিল্লা অঞ্চল, কুমিল্লা, ড. মো. রফিকুল ইসলাম, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, ব্রি-আঞ্চলিক কার্যালয়, কুমিল্লা, কৃষিবিদ মো. দেলোয়ার হোসেন, যুগ্ম-পরিচালক, বিএডিসি, কুমিল্লা, কৃষিবিদ মো. মিজানুর রহমান, উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুমিল্লা। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ড. মো. জামাল উদ্দিন, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা, সরেজমিন গবেষণা বিভাগ, বারি, কুমিল্লা। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ড. মো. মুক্তার হোসেন ভূঞা, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, বারি, কুমিল্লা। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. মো. উবায়দুল্লাহ কায়ছার, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা, আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, বারি, কুমিল্লা। কর্মশালায় কুমিল্লা অঞ্চলের বিভিন্ন কৃষি গবেষণা প্রতিষ্ঠান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বিএডিসি, বার্ড এবং এনজিও (পেইজ, ব্র্যাক) এর ২০২২-২৩ অর্থবছরে সম্পাদিত কার্যক্রম এবং ২০২৩-২৪ অর্থবছরের কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে বারি উদ্ভাবিত প্রযুক্তি সমূহের ২ জন সুফলভোগী কৃষক এবং ১ জন কৃষক সমবায় সমিতির প্রতিনিধি উপস্থিত ছিলেন। উক্ত কর্মশালায় কুমিল্লা অঞ্চলের কৃষি গবেষণা ও সম্প্রসারণ বিভাগের মধ্যে আন্তঃসংযোগ জোরদারকরণের মাধ্যমে অত্র অঞ্চলের কৃষি আরও সমৃদ্ধ হবে বলে বক্তাগণ মনে করেন। গবেষণা কেন্দ্র থেকে উদ্ভাবিত প্রযুক্তি সমূহ দৃশ্যমান হস্তান্তরের লক্ষ্যে সবার সম্মিলিত প্রচেষ্টায় প্রতিটি উপজেলা/জেলায় প্রাথমিকভাবে পাইলটিং আকারে একটি স্মার্ট কৃষি টেকনোলজি ভিলেজ (SATV) গড়ে তোলার অভিপ্রায় ব্যক্ত করা হয়। কর্মশালাটি ১৬ মে ২০২৩ পর্যন্ত চলবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
15/05/2023
আর্কাইভ তারিখ
31/12/2030