কুমিল্লায় গবেষণা-সম্প্রসারণ পর্যালোচনা ও কর্মসূচী প্রণয়ন কর্মশালা ২০২৪ অনুষ্ঠিত
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর কুমিল্লা অঞ্চলের গত ১৫-১৬ মে ২০২৪ খ্রি. তারিখ ২ (দুই) দিন ব্যাপী “আঞ্চলিক গবেষণা-সম্প্রসারণ পর্যালোচনা ও কর্মসূচী প্রণয়ন কর্মশালা ২০২৪” বারি, কুমিল্লার সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে গত ২০২৩-২৪ সনে যে সকল গবেষণা কর্মসূচী হাতে নেয়া হয়েছিল সেগুলোর মূল্যায়ন এবং এসব অভিজ্ঞতার আলোকে ও অঞ্চলের সমস্যার ভিত্তিতে আগামী ২০২৪-২৫ সনে গবেষণা প্রণয়নের উদ্দেশ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।
আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, বারি, কুমিল্লার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মো. আলমগীর সিদ্দিকী এর সভাপতিত্ত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত ছিলেন বারি’র সম্মানিত মহাপরিচালক (গ্রেড-১) ড. দেবাশীষ সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মো. মতিয়ার রহমান, পরিচালক, কন্দাল ফসল গবেষণা কেন্দ্র, বারি, গাজীপুর এবং জনাব মো. আক্তারুজ্জামান, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুমিল্লা অঞ্চল, কুমিল্লা। প্রধান অতিথির বক্তব্যে বারি’র মহাপরিচালক বলেন, অঞ্চল ভিত্তিক বারি উদ্ভাবিত জাত ও প্রযুক্তির বর্তমান অবস্থা, স্মার্ট কৃষি বাস্তবায়নের ভবিষ্যৎ চাহিদা এবং সুনির্দিষ্টভাবে সমস্যা চিহ্নিত করে সুপারিশের ভিত্তিতে সমন্বিতভাবে কাজ করার উপর গুরুত্ত্বারোপ করেন।
এছাড়াও উপস্থিত ছিলেন অধ্যক্ষ, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, হোমনা, কুমিল্লা ও বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, ব্রি, আঞ্চলিক কার্যালয় , কুমিল্লা, যুগ্ম-পরিচালক, বিএডিসি, কুমিল্লা, উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বিএডিসি কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, যুগ্ম-পরিচালক, বার্ড, কুমিল্লা, এসআরডিআই, কুমিল্লা, পেইজ, ব্র্যাক এন্টারপ্রাইজ, কুমিল্লা এর প্রতিনিধিসহ অন্যান্য কর্মকর্তাগণ। জনাব শামীমা সুলতানা, বৈজ্ঞানিক কর্মকর্তা এর সঞ্চালনায় কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন সরেজমিন গবেষণা বিভাগ, বারি, কুমিল্লার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, ড. মো. জামাল উদ্দিন। অনুষ্ঠানে বিজ্ঞানীগণ গবেষণা কার্যক্রম ও অঞ্চলের সমস্যার আলোকে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপস্থাপনা করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস